সূরা আল কলম (68) القلم Surah Al Qalam The Pen ❤ Hafej FAHAD Hossain ▶ mahfuz art of nature
129,323 views
0

 Published On Feb 10, 2024

সূরা আল কলম (68) القلم Surah Al Qalam The Pen ❤ Hafej FAHAD Hossain ▶ mahfuz art of nature

my playlist serial : মহাগ্রন্থ আল কুরআনের (বাংলা অনুবাদ) যারা সিরিয়াল চাচ্ছেন তাদের জন্য!    • Full Holy Quran with Bangla English T...  

সূরা অর্থ – কলম। অন্য নামঃ নুন (আরবী অক্ষর)। মক্কায় অবতীর্ণ - আয়াত ৫২ (বায়ান্ন)। কুরআনের ক্রমিক নং – ৬৮, কালানুক্রমিক/অবতীর্ণ নং – ০২।
কলমের অর্থ এবং কলমের ফযীলতঃ
এখানে কলমের অর্থ সাধারন কলমও হতে পারে। এতে ভাগ্যলিপির কলম এবং ফেরেশতা ও মানবের লেখার কলম অন্তর্ভুক্ত। এখানে বিশেষতঃ ভাগ্যলিপির কলমও বোঝানো যেতে পারে। হযরত ইবনে আব্বাস (রাঃ) – এর উক্তি তাই। এই বিশেষ কলম সম্পর্কে হযরত ওবাদা ইবনে সাবেত (রাঃ) – এর রেওয়ায়েতে রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ সর্বপ্রথম আল্লাহ্‌ তায়ালা কলম সৃষ্টি করেন এবং তাকে লেখার আদেশ করেন। কলম আরয করলঃ কি লিখব? তখন খোদায়ী তকদীর লিপিবদ্ধ করতে আদেশ করা হল। কলম আদেশ অনুযায়ী অনন্তকাল পর্যন্ত সম্ভাব্য সকল ঘটনা ও অবস্থা লিখে দিল। সহীহ্‌ মুসলিমে হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ)-এর রেওয়ায়েতে রাসুলুল্লাহ (সাঃ) বলেনঃ আল্লাহ্‌ তায়ালা সমগ্র সৃষ্টির তকদীর আকাশ ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখে দিয়েছিলেন।
হযরত কাতাদাহ্‌ (রহঃ) বলেনঃ কলম আল্লাহ্‌ প্রদত্ত একটি বড় নেয়ামত। কেউ কেউ বলেছেনঃ আল্লাহ্‌ তায়ালা সর্বপ্রথম তকদীরের কলম সৃষ্টি করেছেন। এই কলম সমগ্র সৃষ্টজগৎ ও সৃষ্টির তকদীর লিপিবদ্ধ করেছে। এরপর দ্বিতীয় কলম সৃষ্টি করেছেন। এই কলম দ্বারা পৃথিবীর অধিবাসীরা লিখে এবং লিখবে। সূরা ইক্‌রার “আল্লামা বিল্‌ক্বলামি” আয়াতেও এই কলমের উল্লেখ আছে। সারকথা, আয়াতে কলম এবং কলম দ্বারা যা কিছু লেখা হয়, তার শপথ করে আল্লাহ্‌ তায়ালা কাফেরদের দোষারোপ খণ্ডন করে বলেছেনঃ “মা~আনতা বিনি’মাতি রব্বিকা বিমাজ্বনুন্‌” অর্থাৎ, আপনি আপনার পালনকর্তার অনুগ্রহে ও কৃপায় কখনও পাগল নন। এখানে “বিনি’মাতি রব্বিকা” যোগ করে দাবীর স্বপক্ষে দলীলও দেয়া হয়েছে যে, যার প্রতি আল্লাহ্‌র অনুগ্রহ ও কৃপা থাকে, সে কিরূপে পাগল হতে পারে? তাকে যে পাগল বলে, সে নিজেই পাগল।

সূরা আল-কালাম আরবী।
১) نٓ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
২) مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ
৩) وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ
৪) وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ

৫) فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ
৬) بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ
৭) إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ
৮) فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ

৯) وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ
১০) وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ
১১) هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِيمٍ
১২) مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ

১৩) عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ
১৪) أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
১৫) إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
১৬) سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ

১৭) إِنَّا بَلَوْنَٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ
১৮) وَلَا يَسْتَثْنُونَ
১৯) فَطَافَ عَلَيْهَا طَآئِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ
২০) فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ

২১) فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ
২২) أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَٰرِمِينَ
২৩) فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَٰفَتُونَ
২৪) أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ

২৫) وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍ قَٰدِرِينَ
২৬) فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ
২৭) بَلْ نَحْنُ مَحْرُومُونَ
২৮) قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ

২৯) قَالُوا۟ سُبْحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
৩০) فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَٰوَمُونَ
৩১) قَالُوا۟ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ
৩২) عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ

৩৩) كَذَٰلِكَ ٱلْعَذَابُ وَلَعَذَابُ ٱلْءَاخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
৩৪) إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّٰتِ ٱلنَّعِيمِ
৩৫) أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ
৩৬) مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

৩৭) أَمْ لَكُمْ كِتَٰبٌ فِيهِ تَدْرُسُونَ
৩৮) إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ
৩৯) أَمْ لَكُمْ أَيْمَٰنٌ عَلَيْنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ
৪০) سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ

৪১) أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَٰدِقِينَ
৪২) يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ
৪৩) خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَ
৪৪) فَذَرْنِى وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلْحَدِيثِ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ

৪৫) وَأُمْلِى لَهُمْ إِنَّ كَيْدِى مَتِينٌ
৪৬) أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ
৪৭) أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ
৪৮) فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌ

৪৯) لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلْعَرَآءِ وَهُوَ مَذْمُومٌ
৫০) فَٱجْتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ
৫১) وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌ
৫২) وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ



------------------------------------------------------------------------------------------------------
© 2024 mahfuz art of nature studio ([email protected])

❤Thanks for watching.

LIKE |
COMMENT |
SHARE |

show more

Share/Embed