084 সূরা আল ইন শিকাক الانشقاق Surah Al Inshiqâq ❤ Hafej FAHAD Hossain ▶mahfuz art of nature
30,210 views
0

 Published On Dec 16, 2023

সূরা ইনশিকাক, অর্থ : খন্ড-বিখন্ড করণ।
সূরা নং : ৮৪ রুকু সংখ্যা : ১
আয়াত সংখ্যা : ২৫ সিজদা সংখ্যা : ১
শব্দ সংখ্যা : ১০৮ পারার সংখ্যা : ৩০
অক্ষর সংখ্যা : ৪৩৬ শ্রেণী : মাক্কী।

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

(١) إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ

(১) যখন আকাশ বিদীর্ণ হবে,

(٢) وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

(২) ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং এটাই এর করণীয়

(٣) وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ

(৩) এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

(٤) وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

(৪) এবং পৃথিবী তার গর্ভস্থিত সব কিছু বাইরে নিক্ষেপ করবে ও শূন্যগর্ভ হয়ে যাবে।

(٥) وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

(৫) এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

(٦) يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَٰقِيهِ

(৬) হে মানুষ তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছতে কষ্ট স্বীকার করে থাকো, অতঃপর তার সাক্ষাৎ হবে।

(٧) فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ

(৭) অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে,

(٨) فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

(৮) অতঃপর তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

(٩) وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا

(৯) এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

(١٠)وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ

(১০) এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাৎদিক থেকে দেওয়া হবে

(١١) فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا

(১১) সে মৃত্যুকে আহ্বান করবে

(١٢) وَيَصْلَىٰ سَعِيرًا

(১২) এবং জাহান্নামে প্রবেশ করবে।

(١٣) إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا

(১৩) সে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

(١٤) إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ

(১৪) সে মনে করত যে, সে কখনো ফিরে যাবে না।

(١٥) بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا

(১৫) কেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।

(١٦) فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ

(১৬) আমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার

(١٧) وَٱلَّيْلِ وَمَا وَسَقَ

(১৭) এবং রাত্রির এবং তাতে যার সমাবেশ ঘটে

(١٨) وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ

(১৮) এবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,

(١٩) لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ

(১৯) নিশ্চয়ই তোমরা এক ধাপ থেকে আরেক ধাপে আরোহণ করবে।

(٢٠) فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

(২০) অতএব, তাদের কী হলো যে, তারা ঈমান আনে না?

(٢١) وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩

(২১) যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সিজদা করে না।

(٢٢) بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ

(২২) বরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।

(٢٣) وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ

(২৩) তারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।

(٢٤) فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

(২৪) অতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।

(٢٥) إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ

(২৫) কিন্তু যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

সূরার আলোচ্য বিষয় :
সূরা ইশিকাকের মূল বিষয়বস্তু হলো, কিয়ামত ও পরকাল। কিয়ামতের পরিস্থিতি সম্বন্ধে বলা হয়েছে যে, সেদিন আসমান বিদীর্ণ হবে, জমিন সম্প্রসারিত করে সমতল বানিয়ে দেওয়া হবে। মাটির গর্তে যা কিছু লুকানো রয়েছে, তা সবই বাইরে নিক্ষিপ্ত হবে। আর পরকালে মানুষ দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগ লোকের ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং জান্নাতের নিয়ামত ভোগ করবে। আর অপর ভাগের লোকেরা নিজেদের অসৎ কর্মের দরুন তাদের পেছনের দিক হতে আমলনামা দেওয়া হবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে।

my playlist serial : মহাগ্রন্থ আল কুরআনের (বাংলা অনুবাদ) যারা সিরিয়াল চাচ্ছেন তাদের জন্য!    • Full Holy Quran with Bangla English T...  

সহজ বাংলা আল কুরআন,mahfuz art of nature,bangladesh,Al quran bangla,qari shakir qasmi,সূরা আল ইন_শিকাক,الانشقاق,Surah Al Inshiqâq,সূরা ইনশিকাক বাংলা উচ্চারণ,সূরা ইনশিকাক এর ফজিলত,সূরা ইনশিকাক এর তাফসীর,সূরা ইনশিকাক তেলাওয়াত,সূরা ইনশিকাক এর বাংলা অনুবাদ,সূরা ইনশিকাক অর্থ

----------------------------- Video Disclaimer -----------------------------------------
I have tried to use video backgrounds in various places described in the Holy Qur'an. Since I could not take video footage physically everywhere here, so I have used video footages or frames from different authentic sources. I sincerely apologize! I would try to get better footage on all the places in near future InshaAllah!. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-----------------------------------------------------------------------------------------------------May Allah bless you all!

Edit by : mahfuz art of nature (mahfuz mizbah uddin)

❤ S U B S C R I B E ❤ and Keep us in your Prayers!
Please like and share to show your support! my social media profiles:
------------------------------------------------------------------------------------------------------
▶ Facebook :  / mahfuz.mizbahuddin  
▶ সহজ বাংলা আল কুরআন   / 201666257706649  
▶ gmail: [email protected]
------------------------------------------------------------------------------------------------------
© 2023 mahfuz art of nature studio ([email protected])

❤Thanks for watching.

LIKE |
COMMENT |
SHARE |

show more

Share/Embed